Asha Parekh: 'প্রথম শুনে তো বিশ্বাসই হয়নি', দাদা সাহেব ফালকে হাতে নিয়ে আবেগে ভাসলেন আশা - 68th National Film Awards Dadasaheb Phalke winner
🎬 Watch Now: Feature Video
সপ্তম মহিলা হিসাবে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হল প্রবীণ অভিনেত্রী আশা পারেখকে (Asha Parekh at 68th National Film Awards )৷ নয়াদিল্লিতে 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে এই পুরস্কার তাঁর হাতে তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তাঁর 80তম জন্মদিনের ঠিক দু'দিন আগে এই পুরস্কার তুলে দেওয়া হল তাঁর হাতে ৷ এই পুরস্কার প্রাপ্তির পর স্বাভাবিকভাবেই আবেগি হয়ে পড়েছিলেন অভিনেত্রী(Asha Parekh on winning Dadasaheb Phalke Award ) ৷ তিনি জানান, প্রথমে বিশ্বাসই হয়নি তিনি এই পুরস্কার পেয়েছেন ৷ আজ পুরস্কার হাতে পাওয়ার পরেই বিশ্বাস হচ্ছে । দাদাসাহেব ফালকে প্রাপ্তি অনেক বড় সম্মান । তাঁর কাছে বিষয়টি সব স্বপ্ন সার্থক হওয়ার মতো ৷
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST