Bhaswar Telegu Song: ভাস্বরের তেলুগু গানের প্রেমে মজেছেন হায়দরাবাদের শ্রীললিতা - তেলুগু গানের প্রেমে মজেছেন হায়দরাবাদের শ্রীললিতা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 22, 2023, 4:33 PM IST

অভিনয়ের পাশাপাশি নিয়মিত লেখালিখি করেন ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee's Song)। তাঁর অভিনীত ধারাবাহিকের সংখ্যা একশো ছাড়িয়েছে (120)। শুধু লেখালিখিই নয়, তেলুগু ভাষা শিখেছেন অভিনেতা। আর এখন এই ভাষাটি তিনি বলতে, লিখতে এবং পড়তেও পারেন। এখানেই শেষ নয়, তেলুগু ভাষায় গানও গাইতে পারেন তিনি ৷ আর তার চাক্ষুষ প্রমাণ পেল ইটিভি ভারত। বাংলা ধারাবাহিক 'গোধূলি আলাপ' পা দিল এক বছরে। তারই সেলিব্রেশনে সুদূর হায়দাবাদ থেকে কলকাতায় ছুটে এসেছেন শ্রীললিতা। তিনি তেলুগুভাষী। বাংলা বোঝেন। কিন্তু বলতে পারেন না। শুরুর দিন থেকে নিয়মিত তিনি দেখেন এই ধারাবাহিক। তাঁকে ইটিভি ভারতের সঙ্গে এই কথা ভাগ করে নিতে শুনেই এগিয়ে আসেন ভাস্বর। আলাপ জমান শ্রীললিতার সঙ্গে। আর সবটাই ঘটে ইটিভি ভারতের ক্যামেরার সামনে। দু'জনকে তেলুগু ভাষায় কথোপকথন করতে শোনা যায় এদিন। এমনকী দু'জনে মিলে একটি গানও করেন এদিন তেলুগু ভাষায়। শ্রীললিতা জানান, ভাস্বর তাঁর বাংলা ধারাবাহিকে দেখার প্রেরণা জোগান। এদিন ভাস্বর চট্টোপাধ্যায়ের সঙ্গে তেলুগু ভাষায় বেশ অনেক্ষণ আড্ডা দিতে দেখা যায় তাঁকে। শ্রীললিতার কথায়, আমি ভাস্বরের কণ্ঠের তেলুগু গানের ভক্ত। ওঁর গলায় তেলুগু ভাষা শুনতেও আমার ভালো লাগে। ভাস্বর আমাকে বাংলা শেখার প্রেরণা জোগায়।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.