Gadar 2 Success Party: দু'দশক পেরিয়েও সাফল্য! তারকা সমাবেশে রঙিন গদর 2'র সাকসেস পার্টি - Success Party
🎬 Watch Now: Feature Video
Published : Sep 3, 2023, 4:17 PM IST
|Updated : Sep 3, 2023, 5:24 PM IST
চার সপ্তাহ পরেও বক্সঅফিসে ম্যাজিক দেখিয়ে চলেছে অনিল শর্মা পরিচালিত 'গদর 2' ৷ ইতিমধ্যেই 500 কোটি টাকার ব্যবসা করে নিয়েছে এই ছবি ৷ 22 বছর পর 'তারা সিং' ওরফে সানি দেওল ও 'সাকিনা' ওরফে আমিশা প্যাটেল পর্দায় ফিরতেই 2001-এর সেই উত্তেজনা আবারও দেখা গিয়েছে দর্শকদের মধ্যে ৷ ছবির সাফল্য উদযাপন করতে সানি দেওল আয়োজন করেছিলেন সাকসেস পার্টির ৷ নিমন্ত্রিত ছিলেন বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা ৷ কে ছিলেন না, সেই অতিথি তালিকায় ! শাহরুখ খান, আমির খান, সলমন খান, অজয় দেবগণ, কাজল, করণ জোহর, গৌরি খান, রাজকুমার রাও, অনন্যা পাণ্ডে, বরুণ ধাওয়ান, প্রেম চোপড়া, অনুপম খের, কৃতি শ্যানন, রকুল প্রীত সিং-সহ একাধিক তারকার উপস্থিতি নজর কেড়েছে শনিবার ৷ এদিন শাহরুখ খান পরেছিলেন কালো টি-শার্টের সঙ্গে ধূসর জ্যাকেট, সঙ্গে কার্গো প্যান্ট ৷ গৌরি পরেছিলেন কালো রঙের টপ, তার সঙ্গে ম্যাচিং ট্রাউজার্স ৷ টাইগার সলমন খানকে দেখা গিয়েছে অন্যরকম লুকে ৷ পরনে কালো শার্ট, ব্লু ডেনিম জিনস ৷ আমির খানের পরনে ছিল কালো টি-শার্ট ও ফেডেড ডেনিম জিনস ৷