Souvik Dey on Barfi: 'বরফি' নিয়ে আড্ডায় রাজনীতি টেনে আনলেন পরিচালক সৌভিক দে - তৃতীয় ছবি বরফি নিয়ে আড্ডায় সৌভিক দে

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 11, 2023, 5:46 PM IST

মুক্তি পেয়েছে নবীন পরিচালক সৌভিক দে'র তৃতীয় ছবি 'বরফি'। এই ছবিতে অভিনয় করেছেন চান্দ্রেয়ী ঘোষ, কমলেশ্বর মুখোপাধ্য়ায়, অরিত্র দত্ত বণিক-সহ আরও অনেকেই ৷ রাজনীতির আঙিনা থেকে ভাই-বোনের সম্পর্ক, খুন, রহস্য সবের মিশেলে তৈরি এই ছবি ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শকমনে । এই ছবি ঘিরেও বিতর্ক কম হয়নি ৷ কারণ ছবির প্রচারে অংশ নেননি অন্যতম অভিনেতা কৌশিক সেন । তা নিয়েও সৃষ্টি হয় সমস্যার । কিন্তু কৌশিক সেনের সঙ্গে কোনও মনোমালিন্য নেই সৌভিকের । ভবিষ্যতে কেমন ছবি বানাতে চান পরিচালক ? সাম্প্রতিককালের নিয়োগ দুর্নীতি নিয়েও কি ছবি বানাতে চান তিনি ? উত্তরে পরিচালক জানান, তাঁর ইচ্ছে আছে দেব এবং জিৎকে নিয়ে একটি ছবি বানানোরও । গল্পও তৈরি । সৌভিকের মতে অন্যধারার ছবির পাশাপাশি কমার্শিয়াল ছবি তৈরি করাও ভীষণ জরুরি ৷ কারণ মানুষ বিনোদন ভালোবাসে গান ভালোবাসে ৷ তাই তাঁর নিজের ছবিতেও তিনি রেখেছেন আইটেম সং এবং দক্ষিণী ছোঁয়া ৷ এমনই সিনেমার আরও অনেক জানা অজানা দিক নিয়ে ইটিভি ভারতের স্টুডিয়োতে বসে আড্ডা দিলেন পরিচালক সৌভিক দে । 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.