Khuti Puja 2023: খুঁটিপুজোয় এসে মহাষ্টমীর আবেগে ভাসলেন অভিনেত্রী সোনালী, তাল মেলালেন নাচের তালে

🎬 Watch Now: Feature Video

thumbnail

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো। তার আগের দিন অর্থাৎ রবিবার খুঁটি পুজো সেরে ফেলল বেহালার জাগরণী সমিতি। দুর্গাপুজোকে কেন্দ্র করে এখানে নানা সামাজিক কাজকর্মেও লিপ্ত থাকেন উদ্যোক্তারা। এই পুজোতে বিশেষ দায়িত্ব পালন করে থাকেন এলাকার প্রমীলা বাহিনী। খুঁটি পুজোয় অতিথি 65তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো ৷ প্রতিবছরই সাবেকি রীতি মেনেই পুজো হয় এখানে। ঠাকুর দালানে আয়োজন করা হয় পুজোর। সেখানেই ভোগ খাওয়া থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন এলাকাবাসী। অভিনেত্রীকে খুঁটি পুজোয় এবং শারদীয়া উৎসবের শুভ সূচণালগ্নে পাশে পেয়ে খুশি উদ্যোক্তারা। সোনালী বলেন, "পুজোর আগে এটা বাড়তি পাওনা ৷ আমার ভীষণ ভালো লাগছে ৷ এখানকার মহিলাদের সাজ-পোশাক দেখে মনে হচ্ছে আমি যেন অষ্টমীর সকালে এখানে উপস্থিত হয়েছি ৷ পুজোর উদ্যোক্তা থেকে কর্মব্যস্ত পুরুষেরা সেজেগুজে এসেছেন ৷ একটা পুজো পুজো গন্ধ এসে গিয়েছে ৷ হয়তো পুজোর অষ্টমীতে এখানে আসতে পারব না ৷ তবে আজকে এখানে এসে যেরকম অনুভূতি হয়েছে, সেটা আমার স্মৃতি হয়ে থাকবে ৷" উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, এখানে ষষ্ঠী থেকে দশমী একাধিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে ৷ এলাকার সকল মহিলারা মায়ের পুজোয় ঝাঁপিয়ে পড়েন ৷

Last Updated : Sep 17, 2023, 9:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.