New Film Dilkhush: 'দিলখুশ' করা আড্ডায় সোহম-রাহুল - দিলখুশ করা আড্ডায় সোহম রাহুল
🎬 Watch Now: Feature Video
20 জানুয়ারি বড়পর্দায় আসছে রাহুল মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'দিলখুশ'(New Film Dilkhush )। ছবিতে চারজোড়া ভালোবাসার মানুষের একে অপরের সঙ্গে বেঁধে থাকার গল্প বলা হয়েছে। জুটি বেঁধেছেন সোহম মজুমদার ও মধুমিতা সরকার, পরাণ বন্দ্যোপাধ্যায় ও অনসূয়া মজুমদার, অপরাজিতা আঢ্য ও খরাজ মুখোপাধ্যায়, ঐশ্বর্য সেন এবং উজান চট্টোপাধ্যায়। বিভিন্ন বয়সের ভালোবাসার গল্প বলবে এই ছবি(Soham Majumdar Rahool Mukherjee New Film Dilkhush)। ইটিভি ভারতের সঙ্গে মন ভাল করা আড্ডা দিয়ে দর্শকের 'দিলখুশ' করা খবর দিলেন পরিচালক রাহুল মুখোপাধ্যায় এবং অভিনেতা সোহম মজুমদার (Soham Majumdar Rahool Mukherjee on Dilkhush)।
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST