Sayantani on Mayaa: ওয়েব থেকে ডাক না পাওয়ায় ক্ষোভের সুর সায়ন্তনীর কণ্ঠে - Sayantani New Series Mayaa

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 3, 2023, 4:32 PM IST

'লালবাজার' সিরিজের পর আর কোনও ওয়েব সিরিজে সেভাবে দেখা মেলেনি অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতার । 'গেম প্ল্যান', 'কে তুমি নন্দিনী'-র মতো ছবিতে অবশ্য ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করেছেন সায়ন্তনী । এ ছাড়াও বিভিন্ন ছবিতে বিভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করেন তিনি । তবে, ওয়েব থেকে ডাক পাচ্ছেন না বলে সামান্য ক্ষোভ রয়েছে তাঁর । অন্যদিকে বড় পর্দায় কিন্তু পরপর কাজ করেই চলেছেন নায়িকা ৷ আগামী 7 জুলাই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে রাজর্ষি দে পরিচালিত 'মায়া' । শেক্সপিয়রের 'ম্যাকবেথ' নাটককে একটু অন্যভাবে তুলে ধরছেন তিনি ৷ ছবিতে রয়েছে একঝাঁক তারকা ৷ রয়েছেন সায়ন্তনীও ৷ তাঁর চরিত্রটি সাদা না কালো তা অবশ্য় সঠিকভাবে বলা যায় না । বরং বলা যায় চরিত্রটিতে রয়েছে গ্রে শেড ৷ লুকেও আছে চমক । চোখে লেন্স, কষে বাঁধা চুল, গলায় তাগার হার, পরনে শাড়ি । সবমিলিয়ে চরিত্র এবং তার লুক নিয়ে ইটিভি ভারতের সঙ্গে আড্ডা দিলেন সায়ন্তনী গুহ ঠাকুরতা । বললেন তাঁর আগামী দিনের কাজের কথাও ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.