Sara Ali Khan in Kolkata: তিলোত্তমায় পা দিয়েই সারা জমিয়ে খেলেন ফুচকা, দিলেন চায়ে চুমুকও; দেখুন ভিডিয়ো - নবাব নাতনি সারা আলি খান
🎬 Watch Now: Feature Video
টানা তিন ঘণ্টা রাসেল স্ট্রিটে অপেক্ষা। সেখানেই এলেন নবাব নাতনি সারা আলি খান। উদ্দেশ্য, তাঁর আসন্ন ছবি 'জারা হাটকে জারা বাঁচকে' ছবির প্রচার। প্রথমে বাইপাসের ধারের একটি পাঁচতারা হোটেলে আসার কথা ছিল তাঁর। কিন্তু অনিবার্য কারণবশত স্থান পরিবর্তন হয়। সেই জায়গাটির স্থান পরিবর্তন করে ঠিক হয় রাসেল স্ট্রিটে ফুটপাথে দাঁড়িয়ে ফুচকা খাবেন তিনি। সেই মতোই সাংবাদিকরা হাজির হন সেখানে। পাক্কা সাড়ে তিন ঘণ্টা সাংবাদিকদের অপেক্ষা করিয়ে দেখা দিলেন নবাব নন্দিনী সারা আলি খান। হলুদ ট্যাক্সি থেকে নেমে প্রথমে চুমুক দিলেন চায়ের কাপে। তারপরে খেলেন কলকাতার ফুচকা। কলকাতা তাঁর খুব প্রিয় নিজের মুখেই জানালেন সইফ কন্যা সারা।
তাঁর আসন্ন ছবি 'জারা হাটকে জারা বাঁচকে' মুক্তি পেতে চলেছে আগামী 2 জুন। এই রোম্যান্টিক কমেডি ছবিতে ভিকি কৌশলের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ছবিতে একেবারে ঘরোয়া ইমেজে ধরা দেবেন সারা আলি খান। ছবির পরিচালক লক্ষ্মণ উটেকার। দম্পতি কপিল ও সোমিয়ার চরিত্রে অভিনয় করেছেন সারা এবং ভিকি। ইন্দোরের মধ্যবিত্ত পরিবারের এই কাহিনির সূত্রধর পঙ্কজ ত্রিপাঠি। এই ছবির দৌলতেই এই প্রথমবার জুটি বাঁধলেন সারা এবং ভিকি।