পার্টিতে অভিষেককে জড়িয়ে ধরলেন সলমন, ঐশ্বর্যকে 'মিস' করলেন নেটিজেনরা - entertainment
🎬 Watch Now: Feature Video
Published : Dec 22, 2023, 7:50 PM IST
Anand Pandit Birthday: প্রযোজক আনন্দ পণ্ডিতের 60তম জন্মদিনে মুম্বইয়ে তারকাজ্জ্বল উপস্থিতি ৷ বৃহস্পতিবার প্রযোজকের জন্মদিনে উপস্থিত ছিলেন সলমন খান, শাহরুখ খান, অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন, কার্তিক আরিয়ান, জ্যাকি শ্রফ, হৃতিক রোশন থেকে শুরু করে মল্লিকা শেরাওয়াত, সানি লিওন থেকে শুরু আমিষা প্যাটেল-সহ একঝাঁক তারকা ৷ তবে এদিনের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে নজর কাড়ে সলমন খান ও অভিষেক বচ্চনের গলা জড়ানোর ভিডিয়ো৷ সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হতেই নজর কাড়ে নেটিজেনদের ৷ প্রতিক্রিয়ায় উঠে আসে একাধিক মন্তব্য ৷ কেউ বলেন, এই অনুষ্ঠানে ঐশ্বর্য রাই বচ্চন আসলে আরও ভালো হত ৷ আবার কেউ লিখেছেন, অভিষেককে জড়িয়ে ভাইজান জানতে চান, কেমন আছেন ঐশ্বর্য ৷ আবার কেউ ধড়কন ছবির সঙ্গেও তুলনা করেন এই ঘটনাকে৷ উল্লেখ্য, বাবা রাকেশ রোশনের সঙ্গে জন্মদিনে উপস্থিত ছিলেন হৃতিক রোশন ৷ কালো শুট ও কালো টি-শার্ট, সঙ্গে কালো টুপি, লাল চশমায় নজর কাড়েন বলিউডের গ্রিক গড ৷ কালো শুটের সঙ্গে নীল শার্টে নজর কাড়েন সলমন খান ৷ বিগ বি ও জুনিয়র বচ্চনকেও দেখা যায় কালো শুটে ৷ অন্যদিকে পার্টিতে শাহরুখ খানের লুকও ছিল নজরকাড়া ৷