Ranieeta on Mayaa: বাহামণি এবার ডাইনি, শুনুন রণিতা দাসের কথা - বাহামণি এবার ডাইনি শুনুন রণিতা দাসের কথা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 30, 2023, 4:05 PM IST

Updated : Jun 30, 2023, 4:12 PM IST

বেশ অনেকদিন হল ছেড়েছেন বাংলা টেলিভিশন । 'ইষ্টিকুটুম' শেষ হওয়ার পর আর কোনও ধারাবাহিকেই মুখ্য চরিত্রে পাওয়া যায়নি বাহামণি সরেন থুড়ি রণিতা দাসকে । এতটাই সেই সময় জনপ্রিয় হয়েছিলেন সেই সময় যে 'ইষ্টিকুটুম' চলাকালীন সবাই ভুলেই গিয়েছিল তাঁর আসল নাম । তাঁকে বাহামণি বলেই ডাকত সবাই । এরপর একটি ধারাবাহিকে এক দেবীর চরিত্রে খুব অল্প সময়ের জন্য দেখা যায় তাঁকে । একটি রিয়ালিটি শো'র সঞ্চালনাও করেন রণিতা । এরপর থেকে আর পাওয়া যায়নি তাঁকে টেলিভিশনে ।

শারীরিক অসুস্থতা তাঁকে ঘরে বেঁধে ফেলে বেশ কিছুদিন । তবে সেই সব প্রতিবন্ধকতা কাটিয়ে এই মুহূর্তে বড় পর্দায় ফের ব্যস্ত রণিতা । ব্যস্ত রয়েছেন নিজের প্রযোজনা সংস্থা নিয়েও রাজর্ষি দের 'আবার কাঞ্চনজঙ্ঘা'র পর এবার তাঁরই 'মায়া'তে ডাইনির চরিত্রে অভিনয় করছেন রণিতা । দর্শক এতদিন তাঁকে যে ইমেজে দেখে এসেছে তার থেকে রণিতা এখানে একেবারেই আলাদা । 

আর সেটার জন্যই রণিতা দারুণ এক্সাইটেড । ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "টেলিভিশনের কাছ থেকে সেরা প্রাপ্তিটা আমার পাওয়া হয়ে গিয়েছে । বাহাকে মানুষ আজও মনে রেখেছে । বাহা শাড়ি বাজারে আসে ওই সময়ে, যা আজও ট্রেন্ডে আছে । আর কী চাই ? সময়, ভালো চরিত্র পেলে আবার ফিরব ছোট পর্দায় ।"

Last Updated : Jun 30, 2023, 4:12 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.