Projapoti on OTT: নববর্ষের আগেই ওটিটিতে উড়বে প্রজাপতি - নববর্ষের আগেই ওটিটিতে প্রজাপতি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 13, 2023, 3:05 PM IST

বাবা-ছেলের দুর্দান্ত রসায়ন নিয়ে পরিচালক অভিজিৎ সেন বানিয়েছেন বাংলা ছবি 'প্রজাপতি'। বক্স অফিসে নজরকাড়া সাফল্যের পর এই ছবি পাড়ি দিয়েছে দেশের বাইরেও । যারা কোনও না কোনও কারণে 'প্রজাপতি' দেখতে পারেননি, তাদের জন্য বাংলার নববর্ষের আগেই আছে সুখবর । ওটিটিতে 14 এপ্রিল পয়লা বৈশাখের ঠিক আগের দিন জি ফাইভে হাজির হতে চলেছে 'প্রজাপতি'। তাই যখন তখন যে কোনও সময়ে যেখানে খুশি 'প্রজাপতি' দেখার সুযোগ এ বার হাতের মুঠোয় । প্রজাপতি'র মাধ্যমেই পাক্কা 46 বছর পর একসঙ্গে অভিনয় করেছেন মমতা শঙ্কর এবং মিঠুন চক্রবর্তী । এই জুটিও দর্শকের কাছে সমাদৃত হয়েছে । তার উপরে বড়পর্দার নতুন নায়িকা শ্বেতার সঙ্গে জুটি বেঁধেছেন দেব । শ্বেতা বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী । দেব-শ্বেতার জুটি দর্শককে চোখের আরাম দিয়েছে । এই ছবি প্রক্ষাগৃহে 100 দিন পার করে এগিয়ে চলেছে । এরই মাঝে ওটিটিতেও পা রাখল প্রজাপতি । স্বাভাবিকভাবেই আপ্লুত ছবির কুশীলবেরা । তবে ছবিটা হলে গিয়েও দেখার আর্জি জানিয়েছেন প্রযোজক অতনু রায়চৌধুরী এবং পরিচালক অভিজিৎ সেন । কারণ এই ওটিটির সাম্রাজ্যে সিনেমা হল বাঁচানোর তাগিদটাও আজ বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে নির্মাতাদের কাছে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.