'অসুর বলে ডাকতেন পঞ্চমদা', রাহুল দেব বর্মণের প্রয়াণ দিবসে স্মৃতিচারণায় প্রভাত রায় - Prabhat Roy on R D Burman

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 4:00 PM IST

Prabhat Roy on R D Burman: কিংবদন্তি সঙ্গীত শিল্পী, সুরকার রাহুল দেব বর্মণের আজ ত্রিশতম প্রয়াণ দিবস। তাঁর সঙ্গে বিশেষ সখ্যতা ছিল টলিউডের প্রবাদপ্রতীম পরিচালক প্রভাত রায়ের । প্রভাত রায়ের কথা বললেই মনে পড়ে 'লাঠি', 'প্রতীক', 'প্রতিকার','অনুতাপ', 'শেষ ঠিকানা'-র মতো ছবির নাম ৷ এহেন পরিচালকের সঙ্গে দু'টি জনপ্রিয় ছবি 'জিন্দেগানি' এবং 'শ্বেত পাথরের থালা'র সঙ্গীত পরিচালক ছিলেন আরডি বর্মণ । প্রভাত যখন পরিচালক শক্তি সামন্তের সহযোগী ছিলেন সেই সময় থেকে পঞ্চমদার সঙ্গে আলাপ হয়েছিল তাঁর । একসঙ্গে কাটিয়েছেন বহু সময় । তাই রয়েছে একরাশ স্মৃতি । মুম্বইয়ে থাকতে একসঙ্গে খাওয়া-দাওয়া, আড্ডা সবই চলত চুটিয়ে । সঙ্গে গান তো আছেই ৷ একসময় বেশ ঝাঁকড়া চুল ছিল পরিচালকের ৷ আর সেই কারণে তাঁকে অসুর বলে ডাকতেন পঞ্চমদা । আজ সঙ্গীতজগতের এক নক্ষত্র পতনের দিন ৷ সুরের আকাশ থেকে এক উজ্জ্বল ধ্রুবতারার খসে পড়ার বেদনা ব্যথা দেয় অনেককেই ৷ তবু থেকে যায় বন্ধুত্ব ৷ ঠিক আরডি তাঁর গানে যেমন বলেছিলেন, "ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে ৷" এহেন বহু স্মৃতি পঞ্চমদা'র ইটিভি ভারতের সঙ্গে ভাগ করে নিলেন প্রভাত রায়।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.