'কাবুলিওয়ালা' চোখে জল এনেছে, প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে মিঠুনের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা
🎬 Watch Now: Feature Video
Published : Dec 23, 2023, 12:08 PM IST
|Updated : Dec 23, 2023, 2:52 PM IST
Kabuliwala Public Reaction: 'ডাঙ্কি' ও 'সালার' দ্বন্দ্বের মাঝেই বড়দিনের আবহে মুক্তি পেয়েছে দু'টি বাংলা ছবি ৷ সুমন ঘোষের 'কাবুলিওয়ালা' এবং অভিজিৎ সেন পরিচালিত 'প্রধান'। দু'টি ছবি ঘিরেই বাঙালি দর্শকের উন্মাদনা তুঙ্গে ৷ একদিকে মিঠুন চক্রবর্তী অন্যদিকে দেব। গতবছর ক্রিসমাসে মুক্তি পেয়েছিল দেব-মিঠুন চক্রবর্তী অভিনীত 'প্রজাপতি' ৷ সেই ছবি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল ৷ তবে এবার বড়দিনে মুখোমুখি দেব ও মিঠুন চক্রবর্তী ৷ সিনেপ্রেমীরা যদিও প্রতিযোগিতা দেখতে নারাজ ৷ তাদের কাছে আনন্দের বিষয়, উৎসবের আগে দুই প্রিয় অভিনেতার ছবি এসেছে প্রেক্ষাগৃহে ৷ মিঠুন চক্রবর্তীর 'কাবুলিওয়ালা' দেখে খুশি দর্শকরা। তাদের দাবি, 'কাবুলিওয়ালা' হিসেবে মিঠুনের অভিনয় চোখে জল এনে দিয়েছে। উল্লেখ্য, 1956 সালে তপন সিংহ পরিচালিত ও ছবি বিশ্বাস অভিনীত বাংলা ছবি 'কাবুলিওয়ালা' দেখেছেন অনেকই ৷ এরপর 1961 সালে হেমেন গুপ্তা পরিচালিত ও বলরাজ সাহানি অভিনীত হিন্দি ছবি 'কাবুলিওয়ালা'ও দর্শক দেখেছেন পর্দায় ৷ এবার সেই জুতোই পা গলিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ তুলনার দিকে থেকে দর্শকদের কাছে একশোয় একশো পেলেন পর্দার নতুন কাবুলিওয়ালা অর্থাৎ মিঠুন ৷
অন্যদিকে, 'কাবুলিওয়ালা' নিয়ে উন্মাদনার মধ্যেই দর্শকরা ছুটছেন অভিজিৎ ও দেবের 'প্রধান' দেখতে। ফলে, এই বড়দিনে হিন্দি ছবির দাপটে যে হারিয়ে যায়নি বাংলা সিনেমা, তা বলাই যায় ৷ তবে অজন্তা সিনেমা হলের কর্ণধার শতদীপ সাহা অভিযোগ করে বলেন, "বাংলা ছবি দেখতেই চাইছে না দর্শক। হাতে গোনা দর্শক এসেছে। এর জন্য বাংলা সিনেমাওয়ালারাই দায়ী।" আবার অশোকা সিনেমা হলের কর্ণধার প্রবীর রায় বলেন, "ছুটির দিন না-এলে ভিড় বাড়বে না বাংলা সিনেমায়।" ছবি মুক্তির প্রথম দিনেই যেভাবে দর্শক বাংলা সিনেমার দিকে ঝুঁকেছেন, তাতে বক্সঅফিসে ভালো প্রভাব পড়বে আশা করা যায় ৷