Tomatoes Distributed: মূল্যবৃদ্ধির বাজারে চলন্ত ট্রাক থেকে ছুড়ে টমেটো বিলি! ভাইরাল ফুটেজ - টমেটো বোঝাই ট্রাক
🎬 Watch Now: Feature Video
দেশে টমেটোর দাম আকাশচুম্বী । যেখানে টমেটো লুঠ রুখতে সবজি বাজারেও বসছে সিসিটিভি, সেখানে টমেটো বিনামূল্যে বিলিয়ে দেওয়ার মতো ঘটনায় তাজ্জব নেটপাড়া । সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া ফুটেজে দেখা যাচ্ছে, টমেটো বোঝাই ট্রাক থেকে একটা একটা করে টমেটো ছোড়া হচ্ছে, যা লুফে নিচ্ছেন এক বাইক আরোহী। ঘটনাটি তামিলনাড়ুর ভেলোরে। চেন্নাই-বেঙ্গালুরু হাইওয়েতে চলন্ত ট্রাক থেকে ছোড়া টমটো লুফে নেওয়ার ফুটেজটি দুর্মূল্যের বাজারে ভাইরাল হতে বিশেষ সময় নেয়নি। জানা যাচ্ছে, টমেটো বোঝাই ট্রাক দেখে বাইক আরোহী টমেটো চেয়ে বসেন । অতিরিক্ত দামের কারণে টমেটো কেনা যাচ্ছে না, তাই এই অনুরোধ করেন বাইক চালক । সেই ব্যতিক্রমী অনুরোধ রাখতে কোনও কার্পণ্য বোধ করেননি টমেটো বোঝাই ট্রাকের রক্ষণাবেক্ষণে থাকা সেই কর্মী । কয়েকটা টমেটো ছুড়ে দেন বাইক চালকের দিকে। যা লুফে নিলেন চালকের পিছনের আসনে বসে থাকা আরোহী। তামিলনাড়ুতে টমেটোর দাম কেজি প্রতি 80 থেকে 90 টাকা। জমি থেকে টমেটো চুরির ঘটনাও ঘটছে কর্ণাটকের বিভিন্ন গ্রামে। সেখানে এই বাজারে বিনামূল্যে টমেটো বন্টন দৃষ্টান্ত হয়ে রইল ৷