Koel Mallick: মহালয়ায় মা দুর্গার তিন রূপ নিয়ে পর্দায় আসছেন কোয়েল, পুজো ঘিরে ভাসলেন নস্ট্যালজিয়ায় - মহালয়া

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 1:22 PM IST

Updated : Oct 7, 2023, 5:24 PM IST

চলতি বছরেও দেবী দুর্গারূপে বাংলা টেলিভিশনের পর্দায় মহালয়ার দিন হাজির হবেন কোয়েল মল্লিক। এর আগেও বহুবার তাঁকে এই রূপে দেখেছেন দর্শক। এবার দেবীর তিনটি রূপে দেখা যাবে তাঁকে। দুর্গা, পার্বতী এবং সতী এই তিন রূপেই হাজির হবেন অভিনেত্রী। তিনি বলেন, "আমরা মহিষাসুরমর্দিনীর অসুর নিধনের গল্প জানি। কিন্তু তাঁর এত রূপ কেন তা সবিস্তারে অনেকেই জানি না। এবারের স্ক্রিপ্টটা আমার খুব ভালো লেগেছে। অনেকদিন ধরে হোমওয়ার্ক করার পর শুটিং শুরু হয়েছে, যাতে সেরাটা দর্শকদের সামনে তুলে ধরা যায় ৷ 'যা দেবী সর্বভূতেষু' দেবীর নানা রূপের কারণ কী তা জানাবে।" কোয়েল এদিন আরও বলেন, "মহালয়া, পুজো আমার কাছে খুব আবেগের। কেননা আমি যৌথ পরিবারের মেয়ে। আমাদের বাড়িতে পুজো হয়। দুর্গাপুজো ঘিরে আমার অনুভূতিগুলো অন্যরকম। মা দুর্গার কাছে আমি প্রার্থনা নয়, আবদার করতাম ৷" কোয়েল এদিন কবীরের দুর্গাপুজো ঘিরেও বলেন নানান কথা। সে নাকি, এখন পোশাকের ব্যাপারেও বেশ বাছ বিচার করতে শিখেছে। পুজো নিয়ে ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় কোয়েল বললেন অনেক কথা। 

Last Updated : Oct 7, 2023, 5:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.