Uttam Kumar Death Anniversary: 'জ্যাঠা' উত্তম কুমারকে ঘিরে সব স্মৃতি আজও টাটকা কল্যাণী মণ্ডলের - উত্তম কুমার

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 24, 2023, 3:17 PM IST

উত্তম কুমারকে 'জ্যাঠা' বলে ডাকতেন তিনি । আর মহানায়ক তাঁকে ডাকতেন 'বাবা' বলে । তিনি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কল্যাণী মণ্ডল । মাত্র পাঁচ বছর বয়সে তাঁর প্রথম ছবি মহানায়কের সঙ্গেই । ছবির নাম 'পৃথিবী আমারে চায়'। তারপর বড় হয়ে প্রথম ছবি 'আলো আমার আলো'। সুচিত্রা সেনের ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিলেন কল্যাণী মণ্ডল । শুটিঙে গিয়ে মহানায়ককে কী বলে ডাকবেন বুঝে উঠতে পারছিলেন না তিনি । মহানায়ক নিজেই বলেন, "আমাকে জ্যাঠা বলে ডাকবে ।" অভিনেত্রীও চিরকাল তাঁকে জ্যাঠা বলেই ডেকেছেন । শুটিং ব্রেক-এ অভিনেত্রীকে ডেকে পাত পেড়ে খাওয়াতেন মহানায়ক । মেনুতে থাকতো চিংড়ি মাছের মালাইকারি, রুই মাছের নানা পদ । এ হেন জ্যাঠার উপরেও একদিন অভিমান হয়েছিল কল্যাণী মণ্ডলের । 'বিকেলে ভোরের ফুল' ছবির প্রযোজক-পরিচালক নায়িকা হওয়ার প্রস্তাব দেন অভিনেত্রীকে । কিন্তু অভিনেত্রীকে চরিত্রটি করতে বারণ করেন মহানায়ক । কারণ তাঁর মনে হয়েছিল, কল্যাণীকে আগে তাঁর বোন বা কন্যাস্থানীয় চরিত্রে দেখা গিয়েছে বলে নায়িকা হিসেবে তাঁকে মেনে নেবে না দর্শক । তাই নায়িকা হলেন সুমিত্রা মুখোপাধ্যায় । ঠিক 15 দিন পর এনটিওয়ানে তাঁকে ডাকলেন মহানায়ক । 'দুই পৃথিবী' ছবিতে মহানায়কের বোনের চরিত্রে অভিনয় করার সুযোগ পেলেন কল্যাণী মণ্ডল । আর 'দুই পৃথিবী' ছবিতে দাদা-বোনের চরিত্র দুটিই সবচেয়ে শক্তিশালী ছিল । মহানায়কের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী । অন্তঃসত্ত্বা অবস্থাতেই তিনি ছুটে গিয়েছিলেন তাঁর জ্যাঠাকে দেখতে । সেই সব স্মৃতি আজও টাটকা অভিনেত্রী কল্যাণী মণ্ডলের । মহানায়কের প্রয়াণ দিবসে সেই স্মৃতিই ভাগ করে নিলেন ইটিভি ভারতের সঙ্গে ৷  

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.