The Eken Ruddhaswas Rajasthan: মরুভূমিতে রহস্যভেদে একেন বাবু, কেমন ছিল জার্নি ? আড্ডায় কলাকুশলীরা - দ্য একেন রুদ্ধশ্বাস রাজস্থান
🎬 Watch Now: Feature Video
14 এপ্রিল বড় পর্দায় মুক্তি পেতে চলেছে জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত 'দ্য একেন-রুদ্ধশ্বাস রাজস্থান'। একেন বাবু তাঁর দল নিয়ে এবার পাড়ি দিয়েছেন রাজস্থানের মরুভূমিতে । তবে একেন্দ্র সেন যেখানে রহস্য তো সেখানে থাকবেই । সেই রহস্যের সঙ্গে এবার জড়িয়ে গিয়েছেন রাজ্যশ্রী সেন । কাহিনীতে নতুন চরিত্রে দেখা যাবে তাঁকে । চিত্রনাট্যে তিনি একজন মিউজিয়াম কিউরেটর । মিউজিয়ামের ভিতরের সব দায়িত্ব থাকে তার কাঁধে । ছবির পরতে পরতে লুকিয়ে রয়েছে টানটান রহস্য, উত্তেজনা ৷ এমনটাই জানিয়েছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় ।
আগামী ছবিও ভেবে রাখা আছে বলে জানান তিনি । কেমন ছিল রাজস্থানে কাটানো শুটিংয়ের সেই সব দিন ? আলো আঁধারি আউধ 1590 ঠিকানায় বসে সেই সব কথা জানালেন সুহোত্র মুখোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী এবং সন্দীপ্তা সেন । বরাবরের মতো কাল্পনিক এই বাঙালি গোয়েন্দা চরিত্রকে নিয়ে গল্প লিখেছেন প্রয়াত লেখক সুজন দাশগুপ্ত । ছবির আবহ সঙ্গীত তৈরি করেছেন শুভদীপ গুহ এবং সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন রম্যদীপ সাহা । শৈলশহর দার্জিলিংয়ের পর মরুভূমিতে কীভাবে রহস্যভেদ করবে বাঙালি গোয়েন্দা একেন ? তা বড় পর্দায় দেখার জন্য অপেক্ষায় রয়েছেন বহু দর্শক।