BSF Independence Programme: বিএসএফের উদ্যোগে জলপাইগুড়ির স্কুলে স্বাধীনতার অমৃত মহোৎসবের অনুষ্ঠান - Independence Amrit Mohotsav programme by BSF at Jalpaiguri school
🎬 Watch Now: Feature Video
স্বাধীনতার অমৃত মহোৎসবকে সামনে রেখে শনিবার বিএসএফের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হল (Independence Amrit Mohotsav programme by BSF at Jalpaiguri school)। জলপাইগুড়ি আসামমোড়ের উরসুলাইল হিন্দি স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিএসএফের 180 নম্বর ব্যাটেলিয়ানের সেকেন্ড ইন কমান্ড এসকে পাঠক । ভারতের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে্য এই অমৃত মহোৎসব সম্পর্কে দু-চার কথা তুলে ধরেন বিএসএফ আধিকারিক । পাশাপাশি কেন্দ্রীয় সরকারের 'হর ঘর তেরঙ্গা' যে উদ্যোগ নেওয়া হয়েছে তা ছাত্রছাত্রীদের মধ্যে সচেতেনতা বৃদ্ধি করা হয় ।
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST
TAGGED:
BSF Independence Programme