দ্বিতীয় দিনে 'ডাঙ্কি' ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দর্শকের - দ্বিতীয় দিনে ডাঙ্কি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দর্শকের

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 10:30 PM IST

Fans Reaction On Dunki: 21 ডিসেম্বর মুক্তি পেয়েছে রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি'। শাহরুখ খান অভিনীত এই বছরের তৃতীয় ছবি এটি। 'পাঠান', 'জওয়ান'-এর দুর্দান্ত সাফল্যে নড়েচড়ে বসে দর্শকমহল। বছরটা শুরু হয়েছিল বেতাজ বাদশার হিট দুটি ছবি দিয়েই। আশা ছিল তিন নম্বরটিও ধামাকা দেখাবে এবং হিট হ্যাটট্রিক হবে। কিন্তু সেই আশায় জল পড়ল এবার। আশানুরূপ সাফল্যের মুখ দেখল না 'ডাঙ্কি'। অনেকেই বলেছেন 'ডিজাস্টার'। কিন্তু প্রথম দিনে সিনেমা হল ছিল হাউজফুল। দ্বিতীয় দিনেও হল প্রায় ভর্তিই। একেই বলে শাহরুখ ম্যানিয়া। দ্বিতীয় দিনে কী রায় দর্শকের ? জেনে নিতে দক্ষিণ কলকাতার অশোকা সিনেমা হলে হাজির হয় ইটিভি ভারত। সেখানে মিশ্র প্রতিক্রিয়া জানায় দর্শকেরা। কেউ বলেন দারুণ, কেউ হলেন বেকার টাকা নষ্ট, কেউ আবার বলেন গড়পড়তা। আবার কেউ বলেন, শাহরুখ তাই ভালো লেগেছে। তবে, প্রেক্ষাগৃহের মালিক প্রবীর রায় বলেন, "ছুটির দিন না এলে বোঝা যাবে না। তবে, লোক তো আসছে। প্রথম দিনে ভালোই ব্যবসা হয়েছে এই ছবির। দ্বিতীয় দিনেও আমাদের প্রেক্ষাগৃহের বিক্রি ভালো।" ওদিকে অজন্তা সিনেমা হলের মালিক জানান, "হিন্দি সিনেমা হাউজফুল যাচ্ছে। বাংলা সিনেমা দেখার লোকই নেই। এর জন্য বাংলা সিনেমাওয়ালারাই দায়ী।"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.