Firecrackers During Tiger 3 Screening: প্রেক্ষাগৃহে ফাটল আতসবাজি! অনুরাগীদের 'গুণ্ডামি'তে আতঙ্কিত দর্শক, দেখুন ভিডিয়ো - মালেগাঁওয়ের সিনেমাহলে আতসবাজি ফাটল

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2023, 12:42 PM IST

দিওয়ালি আবহে পর্দায় 'টাইগার' সলমন খান এন্ট্রি নিতেই 'গুণ্ডামি' অনুরাগীদের ৷ বাধ্য হয়ে বন্ধ করা হল সিনেমার স্ক্রিনিং৷ মালেগাঁওয়ের এক প্রেক্ষাগৃহে অনুরাগীরা ফাটাল দেদার আতসবাজি ৷ আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত একাধিক দর্শক ৷ সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নিমেষে তা ভাইরাল ৷ নিন্দার ঝড় নেটিজেনদের ৷ দিওয়ালিতে মুক্তি পেয়েছে মণীশ শর্মার 'টাইগার 3' ৷ বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রথম দিনেই ঢল নেমেছিল অনুরাগীদের ৷ মহারাষ্ট্রের মালেগাঁওয়ের এক সিনেমাহলেও ভিড় জমান ভাইজান অনুরাগীরা ৷ সিনেমা চলাকালীন পর্দায় সলমনের এন্ট্রি হতেই উচ্ছ্বসিত কিছু অনুরাগীরা আচমকাই শুরু করেন আতসবাজি ফাটাতে ৷ রকেট, তুবড়ি-সহ নানা আতসবাজি প্রেক্ষাগৃহের মধ্যেই ফাটাতে থাকেন তাঁরা ৷ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন হলে উপস্থিত বাকি দর্শকরা ৷ প্রাণ বাঁচাতে শুরু হয়ে যায় হুড়োহুড়ি ৷ অবস্থা বেসামাল হতেই বন্ধ করে দেওয়া হয় সিনেমার প্রদর্শন ৷ উপস্থিত নিরাপত্তারক্ষীরা অবশেষে ধরে ফেলেন কালপ্রিটদের ৷ এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় ওঠে নেটপাড়ায় ৷ সকলের একই বক্তব্য, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে সকলে ৷ যে হারে বাজি ফাটানো হয়েছে তাতে যে কোনও মুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেই পারত ৷  

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.