Rituparna Sengupta Interview: 'দাবাড়ু' নিয়ে আড্ডায় ঋতুপর্ণা সেনগুপ্ত
🎬 Watch Now: Feature Video
গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনের গল্পে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে বাংলা ছবি 'দাবাড়ু'। পথিকৃৎ বসু পরিচালিত এই ছবিতে গ্র্যান্ডমাস্টারের মায়ের চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের মায়ের নাম আসলে আরতি গঙ্গোপাধ্যায় হলেও ছবিতে তাঁর নাম রাখা হয়েছে করুণা । ঠিক যেভাবে সূর্যশেখরের নাম সৌরশেখর গঙ্গোপাধ্যায়। এই ছবিতে স্বাভাবিকভাবেই খুব সাদামাটা পোশাকে দেখা যাবে টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্তকে। কেননা বাস্তবিক গ্র্যান্ডমাস্টার নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের মা নিজেও দাবা খেলতে পারতেন। নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে চেয়েছিলেন ছেলে দাবাড়ু হোক । তাঁর সেই স্বপ্ন সফল হয় । তিনি প্রকৃতই রত্নগর্ভা। এমন এক চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে খুশি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী । তিনি ইটিভি ভারতকে বলেন, "খেলা নিয়ে বাংলায় সিনেমা কমই হয় । আর দাবা নিয়ে কোথায়? একটা ছবির কথাই মনে পড়ে 'শতরঞ্জ কs খিলাড়ি'। তাই বাংলায় 'দাবাড়ু' কদর পাবে বলে আশাবাদী আমি ।" এর আগে, হরিপদ ব্যান্ডওয়ালা, কাছের মানুষের মতো ছবির পরিচালনা করেছেন পথিকৃৎ বসু ৷ ঋতুপর্ণা ছাড়াও এই ছবিতে থাকবেন চিরঞ্জিৎ চক্রবর্তী ও কৌশিক সেনের মতো অভিনেতারা ৷