তিলোত্তমায় 'ডাঙ্কি' উৎসব! কেক কেটে-আতসবাজি ফাটিয়ে অশোকা হলে ভক্তদের উল্লাস - Shah Rukh Khan
🎬 Watch Now: Feature Video
Published : Dec 21, 2023, 11:38 AM IST
Dunki Release: 7 সেপ্টেম্বর দেশ জুড়ে মুক্তি পেয়েছিল 'জওয়ান'। সেদিনও ছিল একই রকম উল্লাসময়। ভোর 5টায় নিউটাউনের একটি মাল্টিপ্লেক্সে ছিল ফার্স্ট ডে ফার্স্ট শো। সেখানে অগণিত দর্শক থেকে হাজির ছিলেন অভিনেতা দম্পতি নীল-তৃণা। শাহরুখ জ্বরে সেদিনও কাবু ছিল কল্লোলিনী কলকাতা। বেহালার অশোকা হলেও উল্লাসে মেতেছিল ভক্তকূল। 21 ডিসেম্বর সেই একই চেনা ছবি ধরা পড়ল ইটিভি ভারতের ক্যামেরায়। বেহালার অশোকা হলে অগণিত ভক্তের জমায়েত ছিল শীতের সকালে। রাজকুমার হিরানি-শাহরুখ খান জুটির 'ডাঙ্কি' মুক্তিকে কেন্দ্র করে কেক কাটিং থেকে বাজি পোড়ানো, নাচ, আবির ওড়ানো সবেতেই মেতে ওঠেন ভক্তরা। সকালের প্রথম শো দেখতে হাজির হন ক্ষুদেরাও ৷ শাহরুখের গানে নাচ থেকে নানা সেলিব্রেশনে মেতে ওঠেন উপস্থিত ভক্তরা ৷ মূলত, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ নিয়ে 'ডাঙ্কি' নামের সোশ্যাল কমেডি ছবি তৈরি করেছেন পরিচালক রাজকুমার হিরানি। শাহরুখের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকেও। রয়েছেন ভিকি কৌশল, সতীশ শাহ, বোমান ইরানি প্রমুখ। 'পাঠান'কে ছাপিয়ে গিয়েছিল 'জওয়ান'। গ্লোবালি চারদিনে 300 কোটির ঘরে প্রবেশ করেছিল এই ছবি ৷ এরপর তার অঙ্ক দিনে দিনে বাড়ে। এখন প্রশ্ন একটাই 'ডাঙ্কি' কি পারবে 'জওয়ান'-এর রেকর্ড ভাঙতে? বছর শেষের সেরা ছবির তকমা কি উঠবে বাদশার মুকুটে ? সেই উত্তর সময় দেবে।