'ফাইটার' মুক্তির আগে তিরুপতি দর্শনে দীপিকা, লাইনে দাঁড়িয়ে দিলেন পুজো - Sher Khul Gaye Song

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 12:23 PM IST

Deepika Padukone at Tirumala Temple: 25 জানুয়ারি মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এরিয়াল অ্যাকশন ছবি 'ফাইটার' ৷ হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুর ও করণ গ্রোভারকে ৷ শুক্রবার মুক্তি পাবে ছবির প্রথম গান 'শের খুল গয়ে...' ৷ তার আগে ভগবানের আশীর্বাদ নিতে অন্ধ্রপ্রদেশের তিরুমালা মন্দির দর্শন করলেন অভিনেত্রী দীপিকা ৷ বোন অনিশা পাড়ুকোন ও মায়ের সঙ্গে বৃহস্পতিবার রাতে ভেঙ্কটেশ্বর মন্দিরে দেখা যায় ফাইটার অভিনেত্রীকে ৷ সেই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ এ দিন অভিনেত্রীকে দেখা গিয়েছে কালো কো-অর্ড সেটে ৷ শুক্রবার সকালে মন্দিরে পুজো দিয়েছেন অভিনেত্রী ৷ ঘিয়ে রঙের চুড়িদারের সঙ্গে লাল রঙের ওড়না নিয়েছিলেন তিনি ৷ সাধারণের সঙ্গে লাইন দিয়ে মন্দিরে পুজো দেন দীপিকা ৷ উল্লেখ্য, বৃহস্পতিবার সকালেই ছবির প্রথম গানের ঝলক অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন দীপিকা ও হৃত্বিক ৷ গানের ছন্দ শুনেই বোঝা যায়, মিউজিক্যাল ডান্স সং নিয়ে আসছে ফাইটার টিম ৷ দীপিকা গানের ঝলক পোস্ট করার পরেই স্বামী রণবীর সিং, তাতে প্রতিক্রিয়া দিয়ে বলেন, "ইয়েস, অপেক্ষা করতে পারছি না ৷" পার্টি মুডের এই গান কতটা জমাটি হয়, তা মুক্তির পরেই বোঝা যাবে ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.