Debashree Roy: একবারও ফোন করে কেউ আসল ঘটনা জানতে চাননি, দেবশ্রীর গলায় আক্ষেপের সুর - Debashree

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 11, 2023, 10:41 PM IST

সম্প্রতি কাঁথিতে অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে দেবশ্রী রায়কে। মাঝ রাস্তা থেকে ফিরে আসতে হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে। অথচ আঙুল উঠেছে তাঁর দিকে। তিনি নাকি টাকা নিয়ে পালিয়ে গিয়েছেন। এমন মন্তব্য উঠে আসতেই নিজের কথা তুলে ধরতে মঙ্গলবার কলকাতার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন অভিনেত্রী । তাঁর সঙ্গে হাজির ছিলেন প্রোগ্রাম অর্গানাইজার তোচন ঘোষ এবং প্রযোজক সৌভিক দাশগুপ্ত। দেবশ্রী রায় জানিয়েছেন, 2 এপ্রিল তাঁর কাঁথিতে 'বকশিসপুর স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি' নামের একটি সংগঠনের অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল। সেটি বৃষ্টির কারণে বাতিল হয়। এরপর সেটি 3 তারিখ স্থির হয়েছিল। সেদিন তিনি প্রায় যখন পৌঁছে গিয়েছেন তখনও তাঁর কাছে পুলিশ এসে পৌঁছয়নি। পাশাপাশি আয়োজকরাও ফোন তোলেননি বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। পরে তিনি স্থানীয় থানা মারফত জানতে পারেন, অনুষ্ঠানের আয়োজকরা কোনও রকম অনুমতি না-নিয়েই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এই ঘটনার তীব্র নিন্দা করে শিল্পীদের নিরাপত্তার প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। একইসঙ্গে এই ঘটনার পর আসল ঘটনার কথা কেউ জানতে চাননি বলে দু:খ প্রকাশ করেছেন অভিনেত্রী। ইটিভি ভারতের কাছে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী দেবশ্রী রায় ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.