চলচ্চিত্র উৎসবের মঞ্চে সলমন-অনিলের সঙ্গে জমিয়ে নাচলেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিয়ো - Mamata Banerjee Dance At KIFF Goes Viral

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 6:44 PM IST

29তম বর্ষে পা দিল কলকাতা চলচ্চিত্র উৎসব ৷ মঙ্গলবার উৎসবের উদ্বোধনে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সোনাক্ষী সিনহা, মহেশ ভাট, অনিল কাপুররের বিশিষ্ট অতিথিরা ৷ ছিলেন বলিউডের ভাইজান সলমন খানও ৷ তিলোত্তমার বুকে দেদার সিনেমা দেখার সুযোগ আগামী 7 দিনের জন্য ৷ দেশ-বিদেশের নানান ছবি দেখানো হবে অনুষ্ঠানে ৷ ছবি দেখানো হবে শহরের প্রায় 23টি প্রেক্ষাগৃহে ৷ দেশ বিদেশ মিলিয়ে মোট 39 টি দেশের 1590টি ছবি জমা পড়েছিল এবার ৷ তার মধ্যে 219টি ছবি দেখানো হবে উৎসবে ৷ এদিন সৌরভ-সলমনের সঙ্গে প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷ অতিথিদের সঙ্গে গানের তালে তালে নাচেও মেতে ওঠেন তিনি ৷ সঙ্গ দিতে দেখা যায় উপস্থিত অন্য তারকাদেরও ৷ মমতার সঙ্গে নাচে যোগ দেন সোনাক্ষী সিনহা এবং শত্রুঘ্ন সিনহাও ৷ সবমিলিয়ে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন পর্ব যে রীতিমতো জমে উঠল তা বলাই বাহুল্য ৷ দেব আনন্দেরও একাধিক ছবি দেখানো হবে এবারের চলচ্চিত্র উৎসবে ৷ এছাড়া থাকছে উত্তম কুমারের ছবিও ৷ 

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.