ছয় দশক পর ফের পর্দায় 'কাবুলিওয়ালা', দুষ্টু-মিষ্টি অনুমেঘার সিনেপর্দায় মিঠুনের 'মিনি' হওয়ার গল্প শুনল ইটিভি ভারত - কবিগুরু রবীন্দ্রনাথ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 7:51 PM IST

Kabuliwala Bengali Movie: যতদিন ভালোবাসার কথা হবে ততদিন কাবুলিওয়ালা ও মিনির সম্পর্ক সামনে আসবে ৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোটগল্প 'কাবুলিওয়ালা' সিনেপর্দায় বারবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে ৷ 1956 সালে তপন সিংহ পরিচালিত বাংলা ছবি 'কাবুলিওয়ালা'র মিনির চরিত্রে দেখা গিয়েছিল ঐন্দ্রিলা ঠাকুরকে, মুখ্যচরিত্রে ছিলেন ছবি বিশ্বাস৷ এরপর 1961 সালে মুক্তিপ্রাপ্ত হেমেন গুপ্তর হিন্দি ছবি 'কাবুলিওয়ালা' ৷ মুখ্যচরিত্রে বলরাজ সাহানি ও মিনির চরিত্রে দেখা যায় সোনুকে ৷ 62 বছর পর আবারও বড় পর্দায় পরিচালক সুমন ঘোষ নিয়ে এলেন 'কাবুলিওয়ালা' ৷ নাম ভূমিকায় মিঠুন চক্রবর্তী ৷ মিনির চরিত্রে ধারাবাহিকের জনপ্রিয় মুখ অনুমেঘা কাহালি। ক্রিসমাসের উৎসবকে সামনে রেখে শুক্রবার মুক্তি পাচ্ছে এই ছবি ৷ তার আগে ইটিভি ভারতের মুখোমুখি অনুমেঘা ৷ দুষ্টু-মিষ্টি অনুমেঘা শুটিং সেটে কী কী করেছে, তার একটা আভাস উঠে আসে সাক্ষাৎকারে ৷ পাশাপাশি, ক্লাস টু-এর এই লিটলস্টার মিঠুন, সোহিনী সরকার ও আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে কি রকম মজা করেছে, তাও জানায় একান্ত সাক্ষাৎকারে ৷ অনুমেঘার ঝুলি থেকে আর কী কী বেরিয়েছে, জানতে দেখুন এই সাক্ষাৎকার ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.