Bhai Phonta 2022: নবনীড়ে জমকালো ভাইফোঁটা, নাচলেন মন্ত্রী থেকে অভিনেত্রীরা - নুসরত জাহান
🎬 Watch Now: Feature Video
প্রতি বছরের মতো এ বছরও টালিগঞ্জ তৃণমূল কংগ্রেসের (TMC) উদ্যোগে 'নবনীড়' বৃদ্ধাশ্রমে ভাইফোঁটা উৎসব পালিত হল মহাসমারোহে। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। বৃদ্ধাশ্রমের সকল আবাসিকের কাছ থেকে এদিন ভাইফোঁটা (Bhai Phonta) নিলেন অরূপ বিশ্বাস। তিনি ছাড়াও এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী নুসরত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সৌমিতৃষা কুণ্ডু, সায়নী ঘোষ, তৃণা সাহা, রণিতা দাস-সহ আরও অনেকে। এদিন বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে মজার মজার কথা এবং নাচে গানে মেতে ওঠেন অভিনেত্রীরা। সঙ্গী হন অরূপ বিশ্বাসও। ভাইফোঁটা, নাচ, গানের পর রসনাতৃপ্তিতেও ত্রুটি ছিল না ৷
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST