Love Marriage Premiere: ব্যান্ড-বাজা-বারাত নিয়ে ঘোড়ার গাড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা, বরযাত্রীকে দেখলে চমকে যাবেন - Love Marriage Premiere
🎬 Watch Now: Feature Video
অবশেষে হাজির সেই মাহেন্দ্রক্ষণ । ব্যান্ড-বাজা-বারাত সঙ্গে ঘোড়ার গাড়ি এগিয়ে চলেছে বিয়ে বাড়ির দিকে । 14 এপ্রিল অর্থাৎ শুক্রবারই তো অঙ্কুশ-ঐন্দ্রিলার লাভ ম্যারেজ । ফলে ধুমধাম হওয়াটা তো স্বাভাবিক । ঘোড়ার গাড়িতে কনে-বর রয়েছেন দু'জনেই। সঙ্গে নিতবর হিসাবে রয়েছেন প্রসেনজিৎ-এর ছেলে তৃষাণজিৎ। আরে বিশ্বাস হচ্ছে না ? ভিডিয়োটি দেখুন । দেখলেই বুঝবেন একবর্ণও মিথ্যে বলা হচ্ছে না । খোলসা করেই বলা যাক ! প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত ছবি 'লাভ ম্যারেজ' মুক্তি পেল শুক্রবার । যেহেতু বিয়ে নিয়েই ছবির গল্প তাই প্রোমোশন থেকে শুরু করে প্রিমিয়ার সবেতেই রয়েছে আসল বিয়ের অনুভূতি । প্রিমিয়ারের দিন ঘোড়ার গাড়িতে চড়ে বিজলী সিনেমা হলে উপস্থিত হন ছবির দুই তারকা । সামনে ব্যান্ড পার্টি । কানে বাজছে পালকি তো বউ চলে যায় । অঙ্কুশের পরনে ছিল লাল পাঞ্জাবি । ঐন্দ্রিলার পরনেও ছিল ম্যাচিং লাল ব্লাউজের সঙ্গে ডিজাইনার সাদা শাড়ি । তৃষাণজিৎ-ও পিছিয়ে নেই । সেও পরেছে লাল ডিজাইনার পাঞ্জাবি । সোশাল মিডিয়ায় নিজেদের সেই জার্নির মুহূর্তকে লাইভ ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা । শুরু থেকেই এই ছবির প্রোমোশন ছিল আর পাঁচটা ছবির থেকে আলাদা । বিয়ের কার্ড ঠিক করা, ফুল দিয়ে সাজানো গাড়িতে ঘোরা থেকে শুরু মিষ্টির হাঁড়ি নিয়ে নেমন্তন্ন করা, সবকিছুতেই অভিনবত্ব রেখেছিলেন ছবির টিম। সেই চমক ধরা পড়ল প্রিমিয়ারেও । ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক ও অপরাজিতা আঢ্যও ।