Actors on Mon Dite Chai: নতুন চরিত্র নিয়ে কী বলছেন ছোটপর্দার নতুন জুটি অরুণিমা-ঋত্বিক - New Serial Mon Dite Chai
🎬 Watch Now: Feature Video
আসছে নতুন ধারাবাহিক 'মন দিতে চাই'। এই ধারাবাহিকের হাত ধরেই বাংলা টেলিভিশনের পর্দায় জুটি বাঁধছেন অরুণিমা হালদার এবং ঋত্বিক মুখোপাধ্যায়। অরুণিমার 'আয় তবে সহচরী' এবং ঋত্বিকের 'এই পথ যদি না শেষ হয়' দর্শকের প্রশংসা পেয়েছে । এই গল্প লড়াকু মেয়ে তিতির আর প্রভাবশালী সোমরাজের। গল্পের বাঁক ঘুরবে নানা দিকে তা তো বলাই বাহুল্য। অরুণিমা, ঋত্বিক ছাড়াও অন্যান্য সব চরিত্রে রয়েছেন রব দে, শ্রীতমা মিত্র, সোমাশ্রী, সোহন বন্দ্যোপাধ্যায়, মালিনী বন্দ্যোপাধ্যায়, নন্দিনী চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে(Arunima and Writwik on Mon dite chai)। নতুন জার্নি নিয়ে কী বললেন অরুণিমা হালদার এবং ঋত্বিক মুখোপাধ্যায়?(Actors on Mon dite chai)
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST