Eken Babu Ebar Kolkatay: পিটার ফকের 'কলাম্বো' অনুকরণেই একেন চরিত্রের সৃষ্টি, ইটিভি ভারতকে জানিয়েছিলেন সুজন - Eken Babu ebar Kolkatay is Coming Soon
🎬 Watch Now: Feature Video
পিটার ফকের 'কলাম্বো' নামে একটি টেলিভিশন সিরিজ অনুকরণেই একেন চরিত্রের সৃষ্টি করেছিলেন ৷ গত নভেম্বরে 'একেন বাবু এবার কলকাতায়' ওটিটি সিরিজের ঘোষণাপর্বে এসে ইটিভি ভারতকে এমনটাই জানিয়েছিলেন স্রষ্টা সুজন দাশগুপ্ত ৷ বড় পর্দায় খেল দেখানোর পর ফের একবার হইচইতে ফিরেছেন একেন অর্থাৎ গোয়েন্দা একেন্দ্র সেন । একেন বাবুর নজরে এবার শহর কলকাতা । এখানেই এবার রহস্যের গন্ধ পেয়েছেন তিনি ৷ ষষ্ঠ সিরিজের নাম 'একেন বাবু-এবার কলকাতায়' (Eken Babu ebar Kolkatay is Coming Soon )। গত বড়দিনেই মুক্তি পাওয়া সিরিজ ইতিমধ্যেই মন কেড়েছে একেন ভক্তদের। কিন্তু বুধবার মন খারাপ একেন অনুরাগীদের ৷ স্রষ্টা সুজন দাশগুপ্তের রহস্যমৃত্যুতে হতভম্ব তারা ৷ কলকাতার বাড়ি থেকে এদিন সকালে উদ্ধার হয় একেন বাবুর স্রষ্টার দেহ ৷