Dol Utsav At Balurghat: দোল উৎসব পালন হল বালুরঘাট আশুতোষ বালিকা বিদ্যাপীঠে - দোল উৎসব পালন হল বালুরঘাট আশুতোষ বালিকা বিদ্যাপীঠে
🎬 Watch Now: Feature Video
আগামীকাল ও পরশু দোল উৎসব পালিত হবে রাজ্যে । রঙের উৎসবে মাতবেন রাজ্যবাসী ৷ দোল উৎসবের আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে উদযাপন হচ্ছে বসন্ত উৎসবের (Dol Utsav At Balurghat) । বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট আশুতোষ বালিকা বিদ্যাপীঠে পালিত হল বসন্ত উৎসব । প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের সূচনা করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট সাগর ঘোষ, বিদ্যালয়ের সভাপতি বিথিকা ঘোষ সাহা এবং প্রধান শিক্ষিকা পম্পা দাস । দোল পূর্ণিমার দিন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে । তাই দোল পূর্ণিমার আনন্দ থেকে ছাত্রীরা যাতে বঞ্চিত না হয় সেই লক্ষ্যেই এদিন বসন্ত উৎসবের আয়োজন করা হয় । এদিন স্কুলের ছাত্রীরা নিজেদের মধ্যে আবীরের রঙে রাঙিয়ে দোল পূর্ণিমার আনন্দে মেতে ওঠে । এই অনুষ্ঠান ঘিরে স্কুলের ছাত্রী ও শিক্ষিকাদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো ।
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST
TAGGED:
Dol Utsav At Balurghat