Dilip Ghosh On Municipal Election: পৌরনির্বাচন নিয়ে কমিশনকে একহাত দিলীপের - পৌরনির্বাচন নিয়ে কমিশনকে একহাত দিলীপের
🎬 Watch Now: Feature Video
রাজ্যে পৌরনির্বাচনে ব্যাপক সন্ত্রাসের অভিযোগে রাজ্যের নির্বাচন কমিশনকে একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সহাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh On Municipal Election) ৷ রাজ্যে প্রায় 11 হাজার বুথে হিংসা ও ভোট লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সেখানে 2টি বুথে পুনর্নির্বাচন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "আমার মনে হয় রাজ্যপাল বলেছেন তাই তাঁর সম্মান রক্ষার্থে দু‘টি বুথে পুননির্বাচন করা হচ্ছে। নির্বাচন কমিশনের ইচ্ছা ছিল না। কারণ, সরকারি অঙ্গুলিহেলনে নির্বাচন কমিশন কাজ করছে। সরকার চাইছে বিরোধীশূন্য রাজনীতি। সমস্ত প্রার্থীকে সরিয়ে কেবলমাত্র টিএমসি থাকবে, যেটা তারা পঞ্চায়েত নির্বাচনে করেছে।"
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST