Attack on CPIM Worker : রং মেখে সিপিএম কর্মীর বাড়িতে হামলা, কাঠগড়ায় তৃণমূল - Attack on CPIM Worker

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 19, 2022, 8:40 PM IST

Updated : Feb 3, 2023, 8:20 PM IST

উত্তরপাড়ায় পৌরভোটে সিপিএম প্রার্থীর এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ ৷ সন্দেহের তির তৃণমূলের দিকে (Attack on CPIM Worker) ৷ উত্তরপাড়া পৌরসভার 18 নং ওয়ার্ডের রজনী ব্যানার্জী লেনের ঘটনা । পৌরভোটে সিপিএম প্রার্থী সুরজিৎ সেনগুপ্তর নির্বাচনী এজেন্ট ছিলেন তরুণ মুখোপাধ্যায় । অভিযোগ, শনিবার দুপুর আড়াইটে নাগাদ চার পাঁচজন যুবক রঙ মেখে তরুণ মুখোপাধ্যায়ের বাড়ির সামনে এসে জড়ো হয় ৷ এরপর অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে ৷ বাড়িতে না ঢুকলেও বাইরে থেকে ইট ছুঁড়তে থাকে । এতে দোতলা বাড়ির কাঁচের জানালাগুলি ভেঙে যায় ৷ ইটের আঘাতে ঘরের জিনিসপত্র তছনছ হয়ে যায় ৷ বাড়িতে তখন তরুণ মুখোপাধ্যায় এবং তার স্ত্রী মমতা ও দশ বছরের ছেলে অতুলেশ্বর বাড়িতে ছিলেন । ঘটনায় আতঙ্কিত ওই সিপিএম কর্মী উত্তরপাড়া থানায় ফোন করে অভিযোগ জানান ৷ পুলিশ আসতেই অভিযুক্তরা পালিয়ে যায় । পরে তিনজনকে আটক করা হয় ৷ ওই সিপিএম কর্মীর অভিযোগ, সিপিএম প্রার্থীর হয়ে পৌরসভা ভোটে কাজ করেছেন ৷ এজেন্ট হয়েছিলেন বলে তাঁর বাড়িতে হামলা হয়েছে । যদিও তৃণমূলের স্থানীয় নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে ।
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.