Bengal Civic Polls Result 2022 : বারাসত 27 নম্বর ওয়ার্ডে ঘাসফুলের পতন; জয়ী বামপ্রার্থী - সিপিএম প্রার্থী
🎬 Watch Now: Feature Video
আজ 108টি পুরসভার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ চলছে ৷ যেখানে অধিকাংশ জায়গায় জয়ী তৃণমূল প্রার্থীরা ৷ বাতাসে সবুজ আবিরের ঝড় ৷ সেখানেই ব্য়াতিক্রম বারাসতের 27 নম্বর ওয়ার্ড ৷ এখানে জয়ী হয়েছেন সিপিএম প্রার্থী বরুণ ভট্টাচার্য ৷ তৃণমূল প্রার্থীকে হারিয়ে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে তিনি জানান,এই ওয়ার্ডে কোনও রিগিং হয়নি । মানুষের ভোটেই জয়ী হয়েছেন তিনি ৷ এই ওয়ার্ড ছাড়াও 12,ও 31 নম্বর ওয়ার্ডও এবার বামেদের দখলে এসেছে। তবে,সুষ্ঠুভাবে ভোট হলে বারাসত পৌরসভায় বামেদের আসন সংখ্যা আরও বেড়ে যেত বলে মন্তব্য করেন বরুণ।
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST