সমকাজে সমবেতনের দাবি, শিক্ষকদের বিধানসভা অভিযান ঘিরে ধুন্ধুমার - শিক্ষকদের বিধানসভা অভিযান
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10397920-thumbnail-3x2-kkjpg.jpg)
বিধানসভার অধিবেশনের প্রথম দিন । আর প্রথম দিনেই নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল বিধানসভা চত্বর । সকালেই বিভানসভার সামনে জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ঐক্যমঞ্চের শিক্ষক-শিক্ষিকারা । বিক্ষোভকারীদের দাবি, পেনশন, চাকরির স্থায়ীকরণ, সমকাজে সমবেতন ও ভাতা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি আলোচনার বসার দাবিও তোলেন তাঁরা ।