আগুন লাগছে, না লাগানো হচ্ছে ? তদন্তের দাবি রাহুল সিনহার - Rahul Sinha
🎬 Watch Now: Feature Video
বার বার বস্তিতে আগুন লাগছে কেন ? আগুন লাগছে না লাগানো হচ্ছে ? প্রশ্ন তুললেন রাহুল সিনহা ৷ এইসঙ্গে বাগবাজার বস্তির অগ্নিকাণ্ডের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি করলেন বিজেপি নেতা ৷ বৃহস্পতিবার ভস্মীভূত বস্তি পরিদর্শন করে রাহুল সিনহা বলেন, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় ৷ শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে নাকি পরিকল্পনা মাফিক লাগানো হয়েছে, সেই বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার ৷ সামনেই ফায়ার স্টেশন ৷ তবু চল্লিশ মিনিট লাগল আসতে । এর মধ্যে রহস্য আছে, না গাফিলতি আছে, তার তদন্ত প্রয়োজন ৷