লকডাউনে ঘরে ফেরার তাড়া, বাস কই ? নাজেহাল কলকাতা - কলকাতা লকডাউন
🎬 Watch Now: Feature Video
আজ বিকেল 5টায় লকডাউন হয়ে গেল কলকাতাসহ রাজ্যের প্রতিটি পৌরশহর। তার আগে মহানগরে ছিল ঘরে ফেরার তাড়া। আজও বহু মানুষকে অফিসে আসতে হয়েছে। অন্য জরুরি কাজেও বেরিয়েছিলেন অনেকে। ফেরার পথে রীতিমতো অস্বস্তিতে পড়েন তাঁরা ৷ কারণ রাস্তায় বাসের সংখ্যা কম। এত ভিড় যে বহু মানুষ উঠতে পারছেন না। অনেককে দেখা গেল ঠায় দাঁড়িয়ে কিছুটা ফাঁকা বাসের অপেক্ষায় ৷ কেউ বেশি পয়সা দিয়ে অ্যাপ-ক্যাব বুক করে বাড়ি ফিরতে বাধ্য হলেন ৷