মমতাকে কেউ বাড়িতে ডাকে না, এলেই বউ "চুরি" করে পালাবে : দিলীপ ঘোষ - মমতাকে কেউ বাড়িতে ডাকে না

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 30, 2020, 11:49 AM IST

মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বাড়িতে ডাকে না, কারণ বাড়িতে এলেই তো বউ চুরি করে পালাবে । নাম না করে সুজাতা খাঁ প্রসঙ্গ টেনে কটাক্ষ দিলীপ ঘোষের ৷ তিনি বলেন, "এখন বিজেপি যা কর্মসূচি করে তৃণমূল সেটা ফলো করে ৷ বাঁকুড়ায় গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দু'দিন ছিলেন ৷ ভেবেছিলেন কেউ নিমন্ত্রণ করে খাওয়াবে ৷ কিন্তু ওঁকে বিশ্বাসই করে না কেউ ৷" এরপরই বলেন, "এখন আবার নতুন ফান্ডা হয়েছে ৷ বাড়িতে গেলে বউ চুরি করে নিয়ে পালাবে ৷ এই ভয়ে কেউ বাড়িতে ডাকে না তৃণমূলের লোকেদের ৷" বিজেপির রাজ্য সভাপতির কটাক্ষ, "পার্টিটাই বহিরাগত হয়ে যাবে ৷"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.