45 টাকা আলু, লাগামহীন মূল্যবৃদ্ধিতে শঙ্কিত মধ্যবিত্ত - লাগামহীন মূল্যবৃদ্ধিতে শঙ্কিত মধ্যবিত্ত

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 6, 2020, 10:01 PM IST

আলুর লাগামহীন মূল্যবৃদ্ধিতে বাজারে বেরিয়ে পকেট টান পড়ছে মধ্যবিত্তের । জ্যোতি আলু কেজি প্রতি 40 টাকা । চন্দ্রমুখী আলু কেজি প্রতি 45 টাকা । দাম নিয়ন্ত্রণে প্রশাসনের‌ হেলদোল নেই বলেও অভিযোগ । রাজ্য সরকারের তরফে ব্যবসায়ীদের উদ্দেশে নির্দেশিকা জারি করা হয়েছিল, 25 টাকা কেজি দরে আলু বিক্রি করতে হবে । কিন্তু, কার্যত সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সর্বত্র বর্ধিত মূল্যে বিক্রি হচ্ছে আলু । মাত্র চার দিনে জ্যোতি আলু কেজি প্রতি 34 টাকা থেকে লাফিয়ে 40 টাকা হয়েছে । চন্দ্রমুখী আলুর দামও বেড়ে হয়েছে 45 টাকা । এর আগে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বাজারগুলোতে হানা দিয়েছিল । তাতেও বাজার বদলায়নি ৷ উলটে বেড়েই চলেছে দাম । সব মিলিয়ে শঙ্কিত মধ্যবিত্ত ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.