Illigal sand loaded truck : চালক-সহ 12টি বেআইনি বালিবোঝাই ট্রাক ধরল কাঁকসা পুলিশ - asansol durgapur police commissinerate
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12917325-thumbnail-3x2-durgapur.jpg)
যত দিন যাচ্ছে ততই বেআইনি বালি কারবারের রমরমা চলছে জেলায় জেলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অবৈধ বালির কারবার বন্ধ করার কথা বলেছেন বহুবার। কিন্তু বেআইনি বালি কারবার বন্ধ তো হয়নিই, উল্টে এই কারবারের বাড়বাড়ন্ত বেড়েই চলেছে ৷ বিগত বেশ কয়েকদিন ধরেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের থানাগুলি সক্রিয় হয়ে উঠেছে এই বেআইনি বালি কারবার রুখতে। বালি পাচারের অভিযোগে গতকাল অভিযান চালিয়ে কাঁকসা থানার পুলিশ পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়ক থেকে 12টি বেআইনি বালি বোঝাই ট্রাক আটক করেছে ৷ 12 জন চালককেও গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, ধৃতরা পূর্ব বর্ধমানের গলসি ও দক্ষিণ 24 পরগনার বাসিন্দা ৷