সল্টলেকে বৈঠক শাহর, প্রস্তুতি খতিয়ে দেখলেন কৈলাশ ও মুকুল - কৈলাশ বিজয়বর্গীয়
🎬 Watch Now: Feature Video
রাজ্য সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী অমিত শাহ । আগামী 5 ও 6 তারিখ রাজ্যের কার্যকর্তাদের নিয়ে দুটি বৈঠক করবেন তিনি । সল্টলেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে কার্যকর্তাদের নিয়ে বৈঠক করবেন । অমিত শাহ-র সেই বৈঠকের আগে আজ সল্টলেক পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র পরিদর্শন করেন এবং কার্যকর্তাদের নিয়ে একপ্রস্থ বৈঠক করলেন BJP-র সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, BJP-র কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়-সহ বঙ্গ BJP-র একঝাঁক নেতৃত্ব । কৈলাশ বিজয়বর্গীয় বলেন, "অমিতজি এখানে দুটি বৈঠক করবেন । একটি সকালে এবং একটি বিকেলে ।" আগামী 6 নভেম্বর সকালে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার কথা রয়েছে তাঁর । শুভেন্দু অধিকারীর BJP যোগের জল্পনা প্রসঙ্গে বিজয়বর্গীয় বলেন, "মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি । আমাদের কাছে এবিষয়ে কোনও খবর নেই ।"