শোভাবাজার রাজবাড়িতে কনকাঞ্জলি দিয়ে বিদায় ঘরের মেয়ে উমাকে

By

Published : Oct 26, 2020, 5:31 PM IST

thumbnail
সকাল থেকেই বিষাদের সুর ! উমা আজ চার সন্তানকে নিয়ে রওনা দেবেন কৈলাশে । নীলকণ্ঠ পাখি সেই বার্তা পৌঁছে দেবে আগে আগে । তবে 2000 সাল থেকেই শোভাবাজার রাজবাড়ির নীলকণ্ঠ পাখি হল প্রতীকী ৷ মাটির পাখি গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় । রাজবাড়ির প্রথা অনুযায়ী দেবীর দর্পণ বিসর্জনও হয় । এবাড়িতে দুর্গাকে কন্যা রূপে পুজো করা হয় । তাই বিসর্জনের পর রয়েছে কনকাঞ্জলী প্রথা । পুরোহিত মইয়ে চরে রুপোর থালা থেকে সোনার মোহর-চাল ধান-দূর্বা ছুঁড়ে দেন দেবীমূর্তির পিছনে । বাড়ির মেয়ে-বউরা সেই কনকাঞ্জলি গ্রহণ করেন । এরপর 48 জন কুলি কাঁধে প্রতিমা নিয়ে শোভাযাত্রা করে গঙ্গার ঘাটের উদ্দেশে রওনা দেন । কিন্তু এবছর কোরোনা পরিস্থিতিতে অনেক প্রথাই বদলেছে । স্বাস্থ্যবিধির কারণে এবার দেবীমূর্তিকে কাঁধে করে ঘাটে নিয়ে যাওয়া হবে না, লোহার ট্রলিতে বসিয়ে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হবে । প্রতিবছর জোড়া নৌকায় প্রতিমা নিরঞ্জন করা হয় মাঝগঙ্গায় ৷ এবছর ঘাটে কাছেই হবে বিসর্জন ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.