অনেক পঞ্চপাণ্ডব, অনেক হনুমান এসেছে, তাতে কিছু আসে যায় না : ফিরহাদ - কলকাতা পৌরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম
🎬 Watch Now: Feature Video
''অনেক পঞ্চপাণ্ডব এসছে, অনেক হনুমান এসেছে তাতে কিছু যায় আসে না । আসবে যাবে । মমতা বন্দ্যোপাধ্যায় ছিল-আছে-থাকবে ।'' রাজ্যে BJP-র
সদ্য নিযুক্ত পর্যবেক্ষকদের নিয়ে এভাবেই কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম । তিনি আরও বলেন, ''সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আর মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিছু নাই ।'' BJP-র অভিযোগ, হিন্দি ভাষাভাষীর মানুষের ভোট পেতে ছটপুজো নিয়ে উঠে পড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস । সেই অভিযোগ নিয়ে তিনি বলেন, ''ধর্ম তোমার, ধর্ম আমার, উৎসব সবার । সেহেতু ছটপুজো-কালীপুজো-দুর্গাপুজোর উৎসবের মতো ইদের পরবও আমার । আমাদের সবাইকে নিয়ে চলতে হবে । বাংলা তো সবার জন্য এর মধ্যে ভোট টানাটানি কোথা থেকে এল । মানুষের পাশে থাকব, মানুষই ঠিক করবে কাকে ভোট দেবে না দেবে ।''