শিলিগুড়িতে রুটিন ভিজ়িট DG-র - corona virus
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-7481818-11-7481818-1591321829167.jpg)
শিলিগুড়িতে রুটিন ভিজ়িট DG বীরেন্দ্রর ৷ গতকাল রুটিন ভিজ়িটের পাশাপাশি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আধিকারিক ও রেল পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি । জানা গেছে, কোরোনা পরিস্থিতিতে পুলিশকর্মীদের সমস্যাগুলিকেও খতিয়ে দেখেন ৷ বলেন, "রুটিন ভিজ়িট চালাচ্ছি । কোরোনা পরিস্থিতিতে ত্রাণে কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না সে বিষয়েও সমস্ত তথ্য খতিয়ে দেখছি ।"