দলের নিহত কর্মীদের স্মৃতিতে আজ তর্পণ রাজ্য BJP-র - West Bengal BJP
🎬 Watch Now: Feature Video
শাসকদলের হিংসার শিকার হচ্ছেন BJP কর্মী-সমর্থকরা । এই অভিযোগ তুললেন BJP নেতা রাহুল সিনহা। তাঁর দাবি, গত পঞ্চায়েত নির্বাচন থেকে এখনও পর্যন্ত শতাধিক BJP কর্মী নিহত হয়েছেন । এইসব কর্মীর আত্মার শান্তি কামনায় আজ বাগবাজার গঙ্গার ঘাটে তর্পণের আয়োজন করেছে রাজ্য BJP । গতকাল দলের নেতা রাহুল সিনহা একথা ঘোষণা করেন । BJP-র রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ''বুধবার বাগবাজার ঘাটে সকাল 11টা থেকে সাড়ে 11টার মধ্যে শহিদ কর্মীদের স্মৃতিতে তর্পণ হবে । কৈলাস বিজয়বর্গীয়, আমি ও অন্য নেতৃত্ব তাতে যোগ দেবেন ।"