বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত কাঁকসা - বিজেপি-তৃণমূল সংঘর্ষ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9965674-970-9965674-1608626838399.jpg)
কাঁকসার কাজলাডিহি এলাকায় সোমবার রাত্রে তৃণমূল-বিজেপির সংঘর্ষে আহত উভয় পক্ষের বেশ কয়েকজন । বিজেপি কর্মীদের অভিযোগ, মঙ্গলবার দুর্গাপুরে বিজেপির যোগদান মিটিং থেকে ফেরার পর রাতে তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতী তাঁদের কর্মীদের উপর বাঁশ, লাঠি, রড নিয়ে চড়াও হয় । গুরুতর আহত হন বিজেপি কর্মী তপন হাজরাসহ বেশ কয়েকজন । অন্যদিকে তৃণমূল নেতা নরহরি মাঝি পাল্টা অভিযোগ করেন, মদ্যপ অবস্থায় বিজেপি কর্মী সমর্থকরা তাঁদের দলের কর্মী সমর্থকদের উপর হামলা চালালে প্রতিবাদ করেন তৃণমূল কর্মীরা ।