আলু-সবজির মালা পরে দুর্গাপুরে বিক্ষোভ BJP-র - আলু-সবজির দাম বৃদ্ধি
🎬 Watch Now: Feature Video
গলায় আলু, বেগুন, পটল, উচ্ছে, মুলোর মালা পরে প্রতীকী বিক্ষোভ দেখাল BJP-র দুর্গাপুর পূর্ব কিষাণ মোর্চার কর্মীরা । দিন দিন আলু সহ অন্য সবজির মূল্যবৃদ্ধির জেরে আজ এই প্রতিবাদ সভার আয়োজন করা হয় দুর্গাপুরের মামড়া বাজারে । এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন BJP-র তিন নম্বর মণ্ডল সভাপতি তরুণ দাস, কিষাণ মোর্চার জেলা সভাপতি বিমান মুখোপাধ্যায় । অবিলম্বে সবজির দাম না কমলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা ।