মৃত BJP কর্মীদের উদ্দেশ্যে তর্পণ করলেন অগ্নিমিত্রা পাল - tarpan for died bjp leader
🎬 Watch Now: Feature Video
শিলিগুড়িতে মহালয়ার সকালে মহানন্দা ঘাটে তর্পণ সারলেন BJP মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল । তিনি বলেন, "বাংলার নিহত 112 জন BJP কর্মীর শান্তি কামনায় তর্পণ করলাম । বাংলার শান্তি কামনায় তর্পণ করলাম । কোরোনার বিরুদ্ধে জয়ী হতে তর্পণ করলাম । মায়ের আবাহনে দেবীপক্ষের সূচনায় বাংলায় শান্তি চেয়েছি । এত খুন, সন্ত্রাস বন্ধ হোক । আর চেয়েছি কোরোনার বিরুদ্ধে জয়ী হতে ।"