ক্রিকেটে লোকসভা-রাজ্যসভায় সেরা খেলোয়াড় হয়েছিলাম, বললেন মমতা - খেলোয়াড় মমতা
🎬 Watch Now: Feature Video
তিনি সব খেলা খেলতে পারেন ৷ হাডুডু, সাঁতার, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট ৷ এমনকী রাজ্যসভা ও লোকসভায় সাংসদদের ক্রিকেট ম্যাচে বেস্ট প্লেয়ার পর্যন্ত হয়েছিলেন ৷ দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তপনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমার সবকিছু খেলায় অভ্যাস আছে ৷ আমি হাডুডুও খেলতে পারি, সুইমিংও করতে পারি, আমি বলও নাচাতে পারি, ব্যাডমিন্টনও খেলতে পারি, আমি ক্রিকেটও খেলতে পারি ৷ আমি ক্রিকেটে লোকসভায় ও রাজ্যসভায় বেস্ট প্লেয়ার হয়েছিলাম ৷"