মা সোনার বাংলা দেখে গেলেন না: অগ্নিমিত্রা - TMC

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 30, 2021, 7:41 AM IST

"মা-কে কথা দিয়েছিলাম, চলে যেও না । সোনার বাংলা দেখবে, মা অপেক্ষা করলেন না ৷" নিমতার বিজেপি কর্মীর মা শোভা মজুমদারের মৃত্যু প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পলের । গত 26 ফেব্রুয়ারি রাতে নিমতার বাসিন্দা গোপাল মজুমদার ও তাঁর 82 বছরের বৃদ্ধা মা শোভা মজুমদারকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এমনটাই অভিযোগ বিজেপির । সোমবার সকালে শোভা মজুমদারের মৃত্যু হয় । অগ্নিমিত্রার প্রশ্ন, "ওই বৃদ্ধার ছেলে বিজেপি করে বলে ওঁর বাঁচার অধিকার নেই ? উনি কি বাংলার মেয়ে নয় ?" তিনি আরও বলেন, "আমরা ক্ষমতায় আসছি । তারপর বাংলায় এই সন্ত্রাসের রাজনীতি শেষ হবে । বাংলায় শান্তি আসবে ।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.